বিশ্বকাপের (ICC ODI WC 2023) মাঝেই বাবর আজমের (Babar Azam) থেকে শীর্ষস্থান থেকে ছিনিয়ে নিলেন শুভমান গিল (Subhman Gill)। চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে শুভমান। এর আগে শীর্ষে ছিলেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে মহম্মদ সিরাজ (Mohammad Siraj)।
বিশ্বকাপে গত ৬টি ইনিংসে ২১৯ রান করেন শুভমান গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ব্যাটে আসে ৯২ রান। গত ৮ ম্যাচে ২৮২ রান করেন বাবর আজম। প্রায় ২ বছর পর শুভমানের থেকে ৬ পয়েন্ট কম সংগ্রহ করে ২ নম্বরে নামলেন বাবর আজম।
আরও পড়ুন: নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হামলা, সদ্যোজাতকে অপহরণের চেষ্টা দুষ্কৃতীদের
মহম্মদ সিরাজের সঙ্গে তিন ধাপ উঠেছেন মহম্মদ সিরাজও। জসপ্রীত বুমরাও তিন ধাপ উঠে ৮-এ এসেছেন জসপ্রীত বুমরা। মহম্মদ শামি ১০ নম্বরে উঠে এসেছেন।