শনিবার ভারত-পাকিস্তান মহারণ। আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামছেন শুভমান গিল। ১০০ শতাংশ না হলেও, ৯৯ শতাংশই খেলার সম্ভাবনা শুভমান গিলের।
আহমেদাবাদে পাকিস্তান ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিতের কাছে শুভমান গিলকে নিয়েই প্রশ্ন আসে। রোহিত কোনও রাখঢাক না করেই জানিয়ে দেন, শুভমান ম্যাচ খেলার জন্য তৈরি। ম্যাচের দিনই সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগে রেস্তোরাঁয় ডিনার, অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের ভিডিয়ো ভাইরাল
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। বিশ্বকাপে এই ম্যাচ দেখতে ফুলপ্যাকড স্টেডিয়াম থাকবে। এর মধ্যে পারফরম্যান্স করা কতটা কঠিন। রোহিত বলেন, "'টিমের প্রত্যেকেই অনেক দর্শকের সামনে খেলতে অভ্যস্ত। এটা আমাদের পক্ষেই থাকবে। ছেলেরা আনন্দ পাবে। আমরা যেখানেই যাব, মানুষ আমাদের সমর্থন করবে।"