পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধেই খেলতে নামলেন শুভমান গিল (Subhman Gill)। ইশান কিষাণের (Ishan Kishan) পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাঁকে। বিশ্বকাপের (ICC ODI WC 2023) ঠিক আগের মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। প্রথম দুই ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। এবার পাকিস্তান ম্যাচেই নামবেন গিল। গিল আসায় শক্তি অনেকটাই বাড়ল ভারতের।
এদিন টস জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানান, ইশানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শুভমান গিলকে। গিল আসায় দল আরও মজবুত হল। শুক্রবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকেই শুভমানের দলে আসার কথা জানিয়ে দেন রোহিত। ভারত অধিনায়ক জানান, ৯৯ শতাংশ চান্স আছে শুভমানের দলে ফেরার। 4
আরও পড়ুন: রেকর্ড ভিড়ের লক্ষ্য, আজ আমেদাবাদের অগ্নিপরীক্ষা
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ইশান কিষাণের পারফরম্যান্সও খারাপ নয়। দলে কে এল রাহুলও আছেন। তাই আপাতত ডাগআউটেই থাকতে হচ্ছে ইশানকে। এদিকে শুভমান গিলও বুধবার আহমেদাবাদে পৌঁছে যান। বৃহস্পতিবার স্পেশাল নেট প্র্যাকটিস করেন। শুক্রবার দলেরও সঙ্গেও অনুশীলন করেন তিনি।