রবিবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের সামনে ভারত । একেই শক্তিশালী প্রতিপক্ষ, তার উপর ভারতীয় শিবিরে একের পর এক খেলোয়াড়দের চোট, চিন্তা বাড়াচ্ছে । তবে, তার মধ্যেও মিলেছে স্বস্তি খবর । শনিবার অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব । তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি না সেই বিষয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা । তবে, জানা গিয়েছে, সূর্যকুমারের চোট ততটা গুরুতর নয় । তিনি ধর্মশালার ম্যাচে খেলতে প্রস্তুত ।
রবিবারের ম্যাচে খেলতে পারেন মহম্মদ শামিও । ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শার্দুল ঠাকুরের জায়গায় মহম্মদ শামিকেও একাদশে রাখা হবে । উল্লেখ্য, বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচের ২৪ ঘণ্টা আগে হঠাৎ করে যেন মিনি হাসপাতালে পরিণত হয় টিম ইন্ডিয়া। অনুশীলনে চোট পান সূর্য যাদব। মৌমাছি কামড়ে দেয় ইশান কিষাণকে। নেটে ব্যাট করতে গিয়ে অস্বস্তি বোধ করেন রবীন্দ্র জাডেজা।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া । কোচ রাহুল দ্রাবিড় স্বীকার করেছেন হার্দিক পান্ডিয়ার চোট দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে ।