দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর মুম্বই থেকে ঢাকা ফিরে গিয়েছিলেন। দুদিন অনুশীলন করে কলকাতায় দলের সঙ্গে যোগ দিলেন শাকিব। বিশ্বকাপের মাঝে হঠাৎ তাঁর দেশে যাওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইডেনে শনিবার নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে শাকিবকে নিয়ে মুখ খুললেন তাসকিন আহমেদ।
অধিনায়কের পাশেই কিন্তু দাঁড়ালেন তাসকিন। জানালেন, দুদিনের জন্য শাকিবের দেশে ফেরার মধ্যে কোনও অন্যায় নেই। কোচের অনুমতি নিয়েই দেশে ফিরেছেন শাকিব। এর প্রভাব দলের উপর পড়বে না। ক্রিকেটীয় কারণেই দেশে ফিরেছিলেন শাকিব। নিজের ক্ষমতা ও প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারছেন না। তাই দেশে ফেরেন তিনি। এর মধ্যে বিতর্কের কিছু দেখছেন না তিনি।