বিরাট কোহলির বাউন্ডারিতেই বিশ্বকাপের সেমিফাইনালে ২০০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার ঝোড়ো ইনিংসে রানের ভিত তৈরি হয়ে গিয়েছিল ভারতের। এরপর সেই রানকে বাড়িয়ে নিয়ে গেলেন শুভমান গিল ও বিরাট। ৭৯ রান করে রিটায়ার্ড হার্ট হলেন শুভমান গিল। অর্ধশতরান করলেন বিরাট কোহলিও। শুভমান ফেরার পর ক্রিজে বিরাটের সঙ্গে শ্রেয়স আইয়ার।
এদিন ওয়াংখেড়েতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই নিউজিল্যান্ড বোলিংকে তছনছ করেন তিনি। টিম সাউদির ডেলিভারিতে ২৯ বলে ৪৭ রান করে ফেরেন রোহিত। কিন্তু বড় রানের দিকে এগোন শুভমান ও বিরাট।