বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াই (ICC ODI WC 2023)। শনিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামবে ভারত ও পাকিস্তান (India Pakistan Clash)। বুধবারই আহমেদাবাদে পৌঁছে গিয়েছে বাবর ব্রিগেড। বৃহস্পতির বিকেলে আহমেদাবাদ শহরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (Team India)। দিল্লিতে আফগানিস্তান ম্যাচের পর একদিনও বিশ্রাম পায়নি দল।
শুক্রবার আহমেদাবাদে প্রথম অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। বুধবার একাই আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন শুভমান গিল। পাকিস্তান ম্যাচে তিনি থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফিটনেস টেস্টে কি পাশ করবেন ভারতের ওপেনার। এদিকে আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। ইশান কিষানও ওপেনিং সামলে দিয়েছেন। বিরাট, রোহিত ও কেএল রাহুলও ফর্মে আছেন।
আরও পড়ুন: পুষ্পস্তবকে বরণ, পরানো হল উত্তরীয়, আহমেদাবাদে উষ্ণ অভ্যর্থনা পেলেন বাবর ব্রিগেড
পাকিস্তানও বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় পেয়েছে। সেই ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাক দল। মহম্মদ রিজওয়ান সেঞ্চুরি করেছেন। বাবর এখনও ফর্ম না পেলেও ভারতের বিরুদ্ধে বড় রান খুঁজবেন। পাক ব্যাটিংকে আটকানোই চ্যালেঞ্জ বুমরা ব্রিগেডের।