ওয়াংখেড়েতে একটিও সেঞ্চুরি এল না। কিন্তু বিরাট-শুভমানের পরে বড় ইনিংস শ্রেয়স আইয়ারের। শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া। ৯২ রানে থামলেন শুভমান গিল। ৮৮ রান করলেন বিরাট কোহলি। ৫৬ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস এল শ্রেয়স আইয়ারের ব্যাটে। ২৪ বলে ৩৫ রান করলেন রবীন্দ্র জাদেজা।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ওয়াংখেড়ের পিচে শাপমুক্তি হয়নি অধিনায়ক রোহিতের। গোটা টুর্নামেন্টে ভাল খেলেও মাত্র ৪ রান করে বোল্ড হন হিটম্যান। কিন্তু খেলা ধরে নেন বিরাট ও শুভমান। প্রথম উইকেটে তাঁরা ১৮৯ রানের পার্টনারশিপ করেন। কিন্তু রাহুল ও সূর্যকুমার যাদব ফিরতেই খেলা ধরে নেন জাদেজা। শ্রেয়সের সঙ্গে মিলে ৩৬ বলে ৫৭ রানের পার্টনারশিপ করেন তাঁরা।