নীল ভুবনের পারে। বিশ্বকাপ ফাইনালে এটাই চুম্বকে আমেদাবাদ। গত দেড় মাসে বিশ্বকাপের মধ্যে শূন্য গ্যালারি নিয়ে অনেক অভিযোগ উঠেছিল। রোজই অপমান সহ্য করতে হয়েছিল বিসিসিআই এবং আইসিসিকে। কিন্তু রবিবাসরীয় ফাইনালে সব অভিযোগ পুষিয়ে দিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কানায় কানায় পূর্ণ এই স্টেডিয়াম। প্রথম ১০ ওভারের মধ্যে ফাইনালের অনলাইন ভিউয়ার ছ কোটি।
বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ঝকঝকে আমেদাবাদের আকাশ। কাপ ফাইনালে অবশ্য বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছিল। রবিবার, নতুন করে পূর্বাভাসে বলা হয়েছে, সারা দিনই আকাশ থাকবে মেঘমুক্ত। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার আমদাবাদে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
ঠিক ১২ বছর পর আজ বিশ্বকাপের ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া। বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাঠে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, অস্ট্রেলিয়াকে হাল্কা ভাবে নেওয়া মানে ভুল করা। সেই ভুল তিনি করতে চান না।
উল্টো দিকে অজি অধিনায়ক প্যাট কামিন্সের দাবি, ঘরের মাঠে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় সবচেয়ে কঠিন কাজ। কিন্তু তাঁরা এই কঠিন কাজকে সম্ভব করে দেখাতে চান। কারণ, এই বিশ্বকাপের তাঁদের উপর কেউ বাজি ধরেনি। তাই আমেদাবাদে তাঁরা আন্ডারডগ হয়েই মাঠে নামছেন।