ম্যানচেস্টার থেকে মুম্বই। এই চার বছরে সময় বদলেছে। মুখ বদলেছে। কিন্তু দল বদলালো না। বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে খেলতে নামার আগেই ভারতের উপরেই চাপ বাড়ালেন কিউই পেসার লকি ফার্গুসন। সেইসঙ্গে ইঙ্গিত দিলেন কী হতে চলেছে প্রথম একাদশের।
কিউই টিম ম্যানেজমেন্ট থেকে যা ইঙ্গিত, তাতে ভারতের বিরুদ্ধে দল খুব একটা পরিবর্তন নেই। উইলিয়ামসন ফিরে আসার পর এখন চাপ মুক্ত টম ল্যাথাম। টিম সাউদিকে সামনে রেখেই তৈরি হবে পেস অ্যাটাক। আর মিচেল স্যাটনার এবং রাচিন রবীন্দ্রকে ছাড়া এই মুহূর্তে কিছু ভাবার নেই নিউজিল্যান্ডের।
আরও পড়ুন : বুধবার সেমিফাইনাল, মুম্বই পৌঁছল ভারতীয় ক্রিকেট টিম
তবুও ফার্গুসনের দাবি, চাপ থাকবে ভারতের উপর। কারণ, ঘরের মাঠে রোহিতদের উপরে প্রত্যাশা অনেক। সেইসঙ্গে থাকবে চার বছর আগে ম্যানচেস্টারে হারের স্মৃতি।