বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাট করছে ভারত। টস জিতে রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তবে টসের সময় রোহিত জানিয়েছেন, তিনি টস জিতলে প্রথমে ব্যাটই করতেন। কারণ, গত কয়েকটি ম্যাচে তাঁরা রান তাড়া করেছেন। যাবতীয় জল্পনায় জল ঢেলে ভারত অধিনায়ক জানালেন, ইংল্যান্ডের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন নেই। অর্থাৎ শামি ইন, অশ্বিন বাইরেই থাকলেন।
এই ম্যাচে ঘরে ফিরছেন ঘরের ছেলে লোকেশ রাহুল। এই মাঠেই তিনি লখনউ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলেন। এই মাঠেই চোট পেয়ে কঠিন সময়ের মুখে দাঁড়িয়েছিল তাঁর কেরিয়ান। কিন্তু শ্রীলঙ্কার মাঠে এশিয়া কাপ থেকে আবার ফিরে এসেছেন তিনি।
আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে টস করলেই নতুন মাইলফলক, বড় রেকর্ডের সামনে রোহিত
পরিসংখ্যান বলেছে, এই মাঠে যাঁরা রান তাড়া করেছেন, তাঁরা জিতেছেন বেশি। বিশ্বকাপে এই মাঠে এখনও পর্যন্ত কোনও দলই ৩০০ রান করতে পারেনি। তাই সবাই তাকিয়ে রয়েছে ভারতীয় ব্যাটারদের দিকেই।