একজনের রান ৫৯৪। অন্যজন অপরাজিত ৫০৩। সেই ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ খেলছে ভারত। কিন্তু এমন কোনও দিন হয়নি। এই প্রথম কোনও বিশ্বকাপে ৫০০-এর বেশি রান দুই ভারতীয় ব্যাটারের। একজন বিরাট কোহলি। অন্যজন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেট যাঁদের এখন ডাকে রো-কো জুটি বলে। আজ, ওয়াংখেড়েতে এই জুটির দিকে তাকিয়ে থাকবে ১৪০ কোটির ভারত।
৩৬ বছর পর ফের মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে ভারত। এই প্রথম কোনও ক্রিকেটার তাঁর ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। শেষ বার কপিল দেবের নেতৃত্বে এই মাঠে ইংল্যান্ডের কাছে রিলায়েন্স কাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। সেই ইতিহাস মনে রাখতে চান না রোহিত। বরং চান মুম্বই থেকে নতুন ইতিহাস তৈরি করতে।
আরও পড়ুন : সেমি ফাইনালের ঠিক আগে পিচ নিয়ে তুমুল বিতর্ক, অভিযোগের তির ভারতের দিকে
মাঠে নামার আগে বিরাট জানিয়েছেন, গত পনেরো বছর তিনি আর রোহিত একসঙ্গে ক্রিকেট খেলছেন। তাঁরা একে-অপরকে জানেন এবং বোঝেন। তাই দেশবাসীর কাছে বিরাটের অনুরোধ, আস্থা রাখুন রো-কো জুটির উপর।