কথা দিয়েছিল, কথা রাখল গুজরাত পুলিশ। বিশ্বকাপে ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে মাছি গলার জায়গা নেই আমেদাবাদে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রতিটি গেটে সকলা থেকে শুরু পাহাড়া। শনিবার সকালেই গুজরাত পুলিশ জানিয়ে দিয়েছে, কোনও কিছু নিয়ে মাঠে মধ্যে যাওয়া যাবে না।
এনএসজির সঙ্গেই প্রতিটি গেটে রয়েছে স্পেশাল টাস্ক ফোর্স এবং গুজরাত পুলিশের কর্মীরা। এই ম্যাচকে ঘিরে মোট ১১ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। যেখানে নেতৃত্ব দেবেন গুজরাত পুলিশের কমিশনার নিজেই।
আরও পড়ুন : শনিবার ভারত-পাক মহারণ, কোহলিকে শুভেচ্ছা জামাইকান কিংবদন্তি বোল্টের
টিম বাসের জন্য হোটেল থেকে মাঠের রাস্তা গ্রিন করিডর করা হয়েছে। পুরো আমেদাবাদ শহর কার্যত দূর্গে পরিণত হয়েছে। আকাশপথেও নজরদারি চলবে বলেও গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে। সম্প্রতি ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি আসে। তারপর থেকেই নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে।