বিশ্বকাপের মঞ্চ। প্রেক্ষাপট ইডেন উদ্যান। আজ বিরাট রাজার জন্মদিন। যার অর্থ সামনে চলার পথে আরও একধাপ এগিয়ে যাওয়া। কিন্তু তিনি তো রাজা। তাঁর মেজাজটাই আসল। তাই বয়স তাঁর কাছে সংখ্যামাত্র। বরং তাঁর উপর প্রত্যাশার চাপ অনেক।
এই যেমন সচিনের শতরান স্পর্শ করা। কলকাতাকে তাঁর ব্যাটে মোহিত করে রাখা। রানের দৌড়ে বাকিদের পিছনে ফেলে দেওয়া। আরও শত প্রত্যাশা। এই সব চাপ কাটিয়েই রবিবাসরীয় ইডেনে আরও একটা বিশ্বকাপের ম্যাচ তিনি খেলতে নামবেন। হ্যাঁ ঠিক সাত বছর পর। তাই জন্মদিন অবশ্যই শুভ হোক, এটা সবার কামনা। রান ভরে যাক ব্যাটে এটা তাঁর উপর ভারতের প্রত্যাশা।
আরও পড়ুন : ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষষ্ঠ বোলার বিরাট ? কী বললেন কোচ দ্রাবিড়
ইংল্যান্ড তাঁকে বিশ্বকাপে প্রথমবার শূন্য রানে ফিরিয়ে ছিল। তার জবাব শ্রীলঙ্কাকে দিয়েছেন বিরাট। ওয়াংখেড়ে আশা করেছিল, সচিনের মাঠেই হয়তো শতরানের নজির ছুঁয়ে ফেলবেন কোহলি। সেই আশা এবার কলকাতার। ইডেন দেখবে কোহলির ৪৯তম শতরান। আর কিছুক্ষণ পরেই দুটো বাজবে। তার আগে থেকেই অবশ্য ছুটির রবিবারে ইডেনের দিকে ছুটবে এই শহর। আর ছুটবে নাই বা কেন।
আজ হয়তো আটে-আট হওয়ার দিন। আজ হয়তো শুভ জন্মদিনে বিরাটের থেকে নতুন কিছু পাওয়ার দিন। থাক চাওয়া-পাওয়া সবসময় থাকবে। কলকাতা আজ আনন্দ করতে চায় বিরাটের জন্মদিন ঘিরে।
হ্যাপি বার্থ ডে বিরাট...