ক্রিকেট এক বলের খেলা। প্রমাণ করেছিল চার বছর আগের ম্যানচেস্টার। দিনটা ছিল ৯ জুলাই। একটা রান আউট বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল অধিনায়ক বিরাট কোহলির ভারতকে। সেদিন ম্যানচেস্টারের বারান্দা থেকে সবাই দেখেছিল একজনকে প্যাভিলিয়নে ফিরতে। তিনি মহেন্দ্র সিং ধোনি। আর সেটাই ছিল তাঁর বিশ্বকাপের শেষ ম্যাচ।
চার বছর পর মুম্বই। এবারও সামনে সেই নিউজিল্যান্ড। মাঠে বল পড়ার আগে প্রাক্তনদের পরামর্শ, টস জিতলে আগে ব্যাট। পরিসংখ্যন বলছে ওয়াংখেড়েতে যাঁরা আগে ব্যাট করে তাঁরাই বেশির ভাগ ক্ষেত্রে জিতে মাঠ ছাড়ে। ব্যতিক্রম অবশ্য ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল। এবং সদ্য এই মাঠে হওয়া অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ।
আরও পড়ুন : ম্যানচেস্টারের স্মৃতি মুম্বইয়ে রোহিতদের মগজ থেকে মুছতে চান দ্রাবিড়
এই বিশ্বকাপে ওয়াংখেড়েতে একটি ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে জিতেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কাকে ওই ম্যাচে হারিয়েছে ৩০২ রানে। কিউইদের বিরুদ্ধে মাঠে নামার আগে এই পরিসংখ্যান তাততে পারে টিম ইন্ডিয়াকে। কারণ, রোহিতের হাতে শামি-বুমরা-সিরাজ এই তিন অস্ত্রের সঙ্গে রয়েছে জাডেজা-কুলদীপের মতো দুই স্পিনার।