এই বিশ্বকাপে বিরাট কোহলি যেন কাতারের লিও মেসি। ২৮ তারিখ ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে এই দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। তাঁর মতে, কাতার বিশ্বকাপে লিও মেসি যেমন আর্জেন্টিনাকে একা টেনে নিয়ে গিয়েছিলেন, তেমনই এই বিশ্বকাপে ভারতকে একা টেনে নিয়ে যাচ্ছেন বিরাট।
ধর্মশালায় অল্পের জন্য সচিনের ৪৯তম শতরান ছোঁয়া হয়নি বিরাটের। ভনের বাজি লখনউ ম্যাচেই সেই স্বাদ পূরণ হতে পারে। এমনকী, এই বিশ্বকাপেই হয়তো ৫০তম শতরান করে সচিনকে পেরিয়ে যাবেন কোহলি। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে, বড় খেলোয়াড়রা কিছু লক্ষ্য মাঠে নিয়ে নামেন। যেমন কাতার বিশ্বকাপে নেমেছিলেন মেসি।
আরও পড়ুন : পাহাড় চূড়ায় ইংল্যান্ড বধের কৌশল, ছুটির ফাঁকে হিমাচলে প্রকৃতির কোলে দ্রাবিড় অ্যান্ড কোং
ভারতের মাটিতে এই বিশ্বকাপে নিজের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন বিরাট। ১২ বছর পর বিশ্বজয়ে বিরাট ব্যাট চলছে বলেই নিজের কলমে দাবি করেছেন মাইকেল ভন। একইসঙ্গে ম্যাচের আগে ইংল্যান্ডের কাছে ভনে চ্যালেঞ্জ, এই ভারতকে কী ভাবে রুখতে পারবেন জস বাটলাররা, তা তিনি এবার দেখতে চান।