পরিশ্রমের কোনও বিকল্প নেই। তারসঙ্গে থাকতে হবে দায়বদ্ধতা। বিশ্বকাপের মধ্যেই এই ফর্ম নিয়ে মুখ খুলে একথাই জানালেন বিরাট কোহলি।
সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, বছরের পর বছর ধরে এইভাবেই তিনি নিজেকে তৈরি করেছেন। কারণ, লক্ষ্য স্থির রাখতে না পারলে, বড় ম্যাচে ফোকাস করা সম্ভব নয়।
আরও পড়ুন : বিরাট যেন কাতারের মেসি, ইংল্যান্ড ম্যাচের আগে দাবি ভনের
এই বিশ্বকাপে এখনও পর্যন্ত সবার উপরে রয়েছেন তিনি। শেষ ম্যাচে ধর্মশালায় তিনি আউট হয়েছিলেন ৯৫ রান করে। প্রায় প্রত্যেক প্রাক্তন বলেছেন, এবার বিশ্বকাপ বিরাট কোহলির। ব
বিরাট মনে করেন, এই প্রত্যাশার চাপ শুরুর দিন থেকেই তাঁকে বয়ে বেরাতে হচ্ছে। তাই নিজের অনুশীলন থেকে কখনই পরিশ্রম ও দায়বদ্ধতা সরিয়ে নেননি। যখন খারাপ সময় গিয়েছে, তখনও এই দুটি বিষয়ের উপরেই আস্থা দেখিয়েছেন।
বিশ্বকাপের পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। লখনউ এখন থেকেই ফুটছে এই ম্যাচের জন্য। ইতিমধ্যেই এই বিশ্বকাপে বিরাটের ব্যাট থেকে ৫০তম একদিনের শতরান দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বিরাট কিন্তু দাবি করছেন, তাঁর চোখে এখন বিশ্বকাপ।