ইডেনে জন্মদিনে নিরাশ করলেন না বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এল হাফসেঞ্চুরি। একটু সতর্ক, একটু রাখঢাক করে স্লো ইনিংস। রোহিত-শুভমান আউট হওয়ার পর ইডেনে দলের হাল ধরলেন বিরাট। ৬৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট। হাফসেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ারও।
এদিন ম্যাচের আগে সিএবি ঠিক করেছিল মাঠে বিরাটের কেক কাটা হবে। কিন্তু বিসিসিআইয়ের আপত্তিতে সেই পরিকল্পনা ভেস্তে যায়। জানা গিয়েছে, ড্রেসিংরুমে বিরাটের কেক পাঠিয়ে দেবে সিএবি। ভিতরেই হবে সেলিব্রেশন। মাঠে বিরাটের মুখোশ নিয়েও ঢুকতে দেওয়া হয়নি। ব্যাটে দুরন্ত ছন্দে বিরাট। ইডেনে বিশ্বকাপে তাঁর সেঞ্চুরির অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।