বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রিভার্স স্কুপ মারতে চান তিনি। কারণ, জো রুটের এই শট তাঁর মনে ধরেছে। ইংল্যান্ড ম্যাচের আগেই এমনটাই জানালেন বিরাট কোহলি। রবিবাসরীয় লখনউয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার রাস্তা পাকা করতে চায় টিম ইন্ডিয়া। মাঠে নামার আগে প্রাক্তন অধিনায়ক জানালেন, কোনও ভাবেই ইংল্যান্ডকে হালকা ভাবা হচ্ছে না।
দলের বদল নিয়ে কোনও কিছুই খোলসা করেননি বিরাট। তবে, কোহলি জানিয়েছেন, ইংরেজদের মোটেই ছোট করে দেখার কোনও জায়গা নেই। তিনি আগ্রহী মার্ক উডের পেস খেলার জন্য। কারণ, আইপিএলে উডকে তিনি ফেস করেছেন। তাই বিরাটের মতে, বাকি ইংরেজ বোলারদের থেকে উডে অনেক বেশি গতিশীল।
বিশ্বকাপে রানের নিরিখে শনিবারই বিরাটের রেকর্ড ভেঙে দিয়েছেন ওয়ার্নার। তা নিয়ে অবশ্য খুব একটা হেলদোল নেই ভারতের প্রাক্তন অধিনায়কের। বরং বিরাট তৈরি ইংল্যান্ডের বিরুদ্ধে আরও একটা বড় ইনিংস খেলার জন্য।