বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স। এই মুহূর্তে সর্বাধিক রান স্কোরারদের মধ্যে তিন নম্বরে বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে ১০৩, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১। দুটি ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি এসেও আটকে গিয়েছেন। করেছছেন ৪টি অর্ধশতরান। ২০২৩ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার আগেই বিরাটকে সর্বসেরা ঘোষণা করে দিলেন ভিভ রিচার্ডস।
ক্যারিবিয়ান কিংবদন্তি জানান, গত কয়েকবছর অনেক বড় ব্যাটারকে দেখেছি। কেউই বিরাটের মতো ননয বিরাটের ভক্ত বলেও জানান ভিভ। তাঁর মতে, এই বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করে একথা বলছেন না তিনি। বিরাটের ধারাবাহিক পারফরম্যান্সের উপরই এই তুলনা বলে জানান প্রাক্তন বিশ্বজয়ী। ভিভ জানান, ধারাবাহিক বলেই সচিনের রেকর্ড ছুঁতে পেরছে ও।
গত কয়েকবছর একেবারেই ফর্মে ছিলেন না বিরাট। ভিভ জানান, একজন পারফর্মারকে উন্নতি করতে গেলে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। সবাই অবশ্য খারাপ সময়কে অতিক্রম করতকে পারেন না। বিরাট প্রকৃত চ্যাম্পিয়ন বলেই পেরেছেন, জানালেন, ভিভ রিচার্ডস।