এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে তেমন ছন্দে নেই শাহিন শাহ আফ্রিদি। ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ১৩৯। আগের থেকেও অনেকটাই গতি কমেছে। বিশ্বকাপে এহেন পারফরম্যান্স নিয়ে আফ্রিদিকে একহাত নিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস। জানালেন, যশপ্রিত বুমরাকে নকল করা উচিত আফ্রিদির।
এবার বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় এসেছেন ওয়াকার ইউনিস। সেখানেই তিনি বলেন, শাহিনের ফিটনেস নিয়ে কি কোনও সমস্যা হচ্ছে। শাহিন বলে অনেক বৈচিত্র আনার চেষ্টা করছে। সেটাই তার ভুল হচ্ছে। স্বাভাবিক বোলিং করতে পারছেন না।
ইউনিসের মতে বুমরাকে নকল করতে পারেন শাহিন। বুমরা নির্দিষ্ট লাইন ও লেংথে বল করছে। প্রতি বল উইকেটে করছে। যাতে ব্যাটার ভুল করলেই উইকেট আসে। বৈচিত্র করতে গেলে স্বাভাবিক বোলিংয়ে সমস্যা হয়। বুমরার মতো বল করলে বিশ্বকাপে সফল হতে পারবেন শাহিন। মনে করছেন ইউনিস।