শনিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের সামনে এমন একটি সমীকরণ উঠে এসেছে, যা ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন অসম্ভব। অধিনায়ক বাবর আজম যদিও বলছেন, শেষ পর্যন্ত চেষ্টা করবেন তাঁরা। প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম এমন এক আইডিয়া দিয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে আক্রম জানান, "পাকিস্তানের প্রথমে ব্যাট করা উচিত। তারপর ইংল্য়ান্ডের ড্রেসিংরুমে তালা লাগিয়ে ওদের টাইমড আউট করে দেওয়া হোক।" যদিও আক্রম টেলিভিশনে একথা বলেননি আক্রম। সঞ্চালক জানান, মঞ্চের বাইরে আক্রম এমনই প্রস্তাব দিয়েছেন।
পয়েন্ট টেবিলের অঙ্ক বলছে, পাকিস্তানকে এই ম্যাচে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৩০০ রান তুলতেই হবে। কমপক্ষে ২৮৭ রানে জিততে হবে। আগে বল করলে ৫০ রানে অলআউট করতে হবে ইংল্যান্ডকে। ২ ওভারের মধ্যে সেই রান তাড়া করতে হবে।