মহালয়ার দিন অকাল দিওয়ালি। শ্রেয়স আইয়ারের ()Shreyas Iyer) শট গ্যালারিতে পড়তেই কাশ্মীর থেকে কন্যাকুমারীর আকাশে আতসবাজির মেলা। রাস্তায় জাতীয় পতাকা নিয়ে ভিড় সমর্থকদের। জায়ান্ট স্ক্রিনগুলির সামনে তখন ক্রিকেট উৎসবের (ICC ODI WC 2023 ) চেনা দৃশ্য। শনিবার দেশের সব প্রান্তেই এমনই ছবির কোলাজ ধরা পড়ল।
নাগপুর, বেঙ্গালুরু, পুনে, দিল্লি, সব শহরেই একই ছবি। আহমেদাবাদে পাকিস্তানকে হারানোর পর দর্শকরা স্টেডিয়ামেই নাচতে শুরু করেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন ভিড়। গুজরাতের একাধিক স্থানেও আতসবাজি ফাটতে দেখা যায়। কলকাতা ও রাজ্যের একাধিক স্থানেও পাকিস্তান বধের পর ক্রিকেটপ্রেমীরা উৎসবে মেতে ওঠেন।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের শীর্ষে ভারত, রোহিতদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর