কলকাতায় দ্বিতীয় সেমিফাইনাল। ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার ইডেন গার্ডেন্সে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে যায়, তাহলেও হাতে শুক্রবার রিজার্ভ ডে থাকছে। সেই ম্যাচও যদি বৃষ্টিতে ভেস্তে যায়, কী হবে!
বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হলে, দুটি টিমকে কমপক্ষে ২০ ওভার করে ব্যাট করতে হবে। বৃষ্টিতে ওভার কমলে ডাকওয়ার্থ লুইস নিয়ম কাজে আসবে। তাও যদি সম্ভব না হয়, দুটি টিমের পয়েন্ট ও রানরেট দেখা হবে। ১৪ পয়েন্ট করে তুলে নিয়ে সেমিফাইনালে দুই টিম। রানরেটের বিচারে কিন্তু এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে, রবিবার ফাইনালে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হবে।