ঘরের মাঠে বিশ্বকাপ। কিছুটা হলেও অ্যাডভান্টেজে ছিল ভারত। ভারত-পাকিস্তান ম্যাচের আগে পিচ তৈরির সময় শোনা যায় ঘাস ছেঁটে দেওয়া হয়েছিল। ওই পাটা উইকেটে, রানের গতি স্লো ছিল। আর সেই সুবিধা তোলে টিম ইন্ডিয়া। এই হাইভোল্টেজ ম্যাচে টস জেতা গুরুত্বপূর্ণ ছিল দুই দলের কাছেই। টস জিতে সেই কাজটাই করে ফেলেন রোহিত শর্মা।
নতুন বলে বুমরা-সিরাজের ডেলিভারিতে আক্রমণ করলেও, ক্রিজে সেট হতে পারেননি কোনও ব্যাটসম্যান। হার্দিকের পেসের কাছেও হার মানতে হয় পাকিস্তানকে। বাবর ও রিজওয়ান জুটিকে ভাঙেন বুমরা ও সিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বোলারদের বিরুদ্ধেও কাজটা সহজ হবে না ভারতের। তবে রানের চাপ না থাকায়, এই রান তাড়া করতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।