প্রায় এক সপ্তাহের ছুটি কাটিয়ে কালীপুজোর দুপুরে আবার বিশ্বকাপে ফিরবে ভারত। সেমিফাইনালের আগে নিয়মরক্ষার ম্যাচ খেলবে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বেঙ্গালুরুর মাঠে বিরাটের এই ম্যাচ নিয়ে তেমন কোনও চর্চা নেই। বরং অনেক বেশি আগ্রহ, ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কে ?
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দেশ খেলবে তালিকার চার নম্বর দেশের বিরুদ্ধে। এখন প্রশ্ন, এই চার নম্বর দেশটি কে হবে ? পাকিস্তান, আফগানিস্তান নাকি নিউজিল্যান্ড। সবটাই নির্ভর করছে মুম্বইয়ে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচের উপরেই। এই ম্যাচে আফগানিস্তান যদি জেতে তাহলে ১০ পয়েন্ট হবে আফগানদের। হাতে থাকবে আরও একটি ম্যাচ।
যদি এই ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে ১২ পয়েন্ট নিয়ে তারা নিশ্চিত করতে পারে সেমিফাইনালের জায়গা। তাতে তারা চার নম্বরে থাকবে কীনা, তা এখনও স্পষ্ট হচ্ছে না। ফলে হাতে থাকবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তাঁদের দুজনের স্বপ্ন এখন ঝুলছে নিজেদের শেষ ম্যাচের উপরেই।