গোটা বিশ্বকাপে কি আদৌও খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল ? দিল্লিতে ভারত-আফগানিস্তান ম্যাচের আগে এই প্রশ্ন উসকে উঠল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুভমনের বদলির খোঁজ করতে বুধবার দিল্লিতেই বৈঠকে বসতে পারেন জাতীয় নির্বাচকরা। ওই বৈঠকে চূড়ান্ত হতে পারে শুভমনের বিশ্বকাপের ভবিষ্যত।
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ডেঙ্গি আক্রান্ত ভারতীয় এই ব্যাটার। সোমবার রাতে তাঁকে ভর্তি করা হয়েছিল চেন্নাইয়ের হাসপাতালে। মূলত প্লেটলেট কমে যাওয়ায় উদ্বেগ বেড়েছিল। যদিও মঙ্গলবার সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে দলের সঙ্গে দিল্লি যাননি শুভমন। রয়ে গিয়েছেন চেন্নাইয়ের হাসপাতালে। তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন বোর্ডের চিকিৎসক।
আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া হল শুভমনকে, পাক ম্যাচেও অনিশ্চিত এই ক্রিকেটার
এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি। আফগান ম্যাচেও নামা হবে না। এমনকী, আমেদাবাদে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেও পাওয়া যাচ্ছে না। তাহলে রোহিতের সঙ্গে ওপেনার কে, সেই খোঁজই করা হতে পারে বুধবার দিল্লির বৈঠকে। সূত্রের দাবি, দুই ক্রিকেটারের কথা চিন্তা করা হচ্ছে। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ইশানই নামছেন ওপেনার হিসাবে।