বিশ্বকাপের মাঝেই আহমেদাবাদে বসেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ বৈঠক। সেখানে সিদ্ধান্ত হয়েছে, কোনও পুরুষ বয়ঃসন্ধিকালে পৌঁছে যাওয়ার পর লিঙ্গ পরিবর্তন করে মহিলাদের আর্ন্তজাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। আইসিসি জানিয়পছে, বয়ঃসন্ধিকালে পৌঁছে যাওয়ার পর কোনও পুরুষের লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত চিকিৎসা বা অস্ত্রোপচারকে মান্যতা দেওয়া হবে না।
আর্ন্তজাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের ফলে কোনও পুরুষের পক্ষে নির্দিষ্ট বয়সের পর লিঙ্গ পরিবর্তন করে মহিলাদের ক্রিকেট খেলা সম্ভব হবে না৷ আইসিসি জানিয়েছে, মহিলাদের ক্রিকেটের মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায্যতার কথা বিবেচনা করেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে।
তবে এই নতুন নিয়ম শুধু মাত্র আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইসিসি। ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সে দেশের ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে।