এক ঘণ্টাতেই শেষ একটা ফাইনাল। এই নিয়ে দ্বিতীয়বার সুড়কির সাম্রাজ্ঞী বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকা ইগা শিয়নটেক। শনিবার প্যারিসে ফরাসি ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্ট্রেট সেটে জিতে প্রতিপক্ষকে গফকে উড়িয়ে দিলেন বিশ্বের একনম্বর এই পোলিশ টেনিস তারকা। ম্য়াচে ফল ৬-১, ৬-৩। ২০২০ সালে প্রথমবার ফরাসি ওপেন জেতেন সিয়নটেক। দু বছর পর আবার।
সেমিফাইনালও জিতেছিলেন কার্যত হেলায়। কিন্তু ফাইনাল এত সহজে জিতবেন হয়তো ভাবতেই পারেননি শিয়নটেক। কারণ, গোটা ম্যাচে মাত্র চারটি পয়েন্ট পেয়েছেন গফ। কিন্তু ফাইনালে ওঠার আগে একটি সেট হারেননি বলেই দেখা যাচ্ছে গফের পরিসংখ্যানে।
তবে এদিনের ফাইনালে শিয়নটেক দেখিয়ে দিলেন কেন তিনি বর্তমান টেনিসে মহিলাদের এক নম্বর। ধারাবাহিকতায় বাকিদের প্রতি সময় টেক্কা দেন এই পোলিশ টেনিস খেলোয়াড়। তবে শনিবার সুড়কির কোর্টে তাঁর প্রতিটি শট ছিল চ্যাম্পিয়ন হওয়ার মতোই। বিশেষ করে বেসলাইনে বারবার তিনি পরাজিত করেন গফকে।
চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জিতেই গ্যালারিতে পরিবারের কাছে ছুটে যান লাল সুড়কির রানি। তাঁর খেলা দেখতে এদিন রোলা গ্যাঁরোতে হাজির ছিলেন পোল্যান্ডের ফুটবল তারকা রবার্ট লেওয়ানডস্কি।