দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে নাইট রাইডার্স। সতীর্থদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মও প্রশংসা পেয়েছে কে কে আর অধিনায়ক শ্রেয়স আইয়ারের কাছে। এবার তাঁর লক্ষ্য প্লে অফ।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ২৪ রানে জয় পেয়েছে শাহরুখের দল। ম্যাচ শেষে শ্রেয়স জানিয়েছেন, আপাতত তাঁরা প্লে-অফের দরজায় রয়েছেন। সেভাবেই নিজেদের তৈরি করবেন বলেও জানিয়েছেন। একই সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়েও নিজের মতামত জানান। তাঁর কথায়, ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল KKR। সেকারণে মণীশ পান্ডেকে ইমপ্যাক্টে নামানো হয়েছিল।
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে প্রশ্ন উঠছিল স্টার্কের বোলিং ফর্ম নিয়ে। কিন্তু শুক্রবার আইপিএলের ম্যাচে তাঁর সমালোচকদের আপাতত চুপ করিয়ে দিলেন মিচেল স্টার্ক। শুরু করেছিলেন ইশান কিসানকে দিয়ে। আর খতম করলেন পীযূষ চাওলাকে আউট করে। কলকাতার ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই শেষ হয়ে গেল ১৪৫ রানে। সেই সঙ্গে এবারের মতো আইপিএল জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল অধিনায়ক হার্দিকের।