বিশ্বকাপে বিয়ার বিক্রি একেবারে নিষিদ্ধ। একথা সাফ জানিয়ে দিয়েছে FIFA। শুক্রবার এনিয়ে নির্দেশিকা জারি করে FIFA জানিয়েছে স্টেডিয়ামের ভিতরে বিয়ার বিক্রি করা যাবে না। যথারীতি এই খবরে মন খারাপ হয়েছিল দর্শকদের। তবে এবার দর্শকদের সুখবর দিলেন জেমস বেলি। ভাবছেন তো ইনি আবার কে? আসলে কাতার বিশ্বকাপে রোনাল্ড বা মেসি নন নায়ক হয়ে উঠেছেন ইনিই। কেন জানেন?
আসলে একটি বারের মালিক জেমস৷ তিনি জানিয়েছেন কাতার বিশ্বকাপে সমর্থকদের এক্কেবারে কমদামে বিয়ার খাওয়াবেন তিনি। আর এই খবর প্রকাশ্যে আসতেই জেমসের পানশালায় তিল ধারণের জায়গা নেই৷
কাতারের রাজপরিবারের নির্দেশ, বিশ্বকাপে সমস্ত স্টেডিয়ামে মদ বা মদজাত জিনিস বিক্রি নিষিদ্ধ। রাজপরিবারের নির্দেশ মতোই মদের এবং বিয়ারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে FIFA। কিন্তু এই সিদ্ধান্তে কার্যত সমস্যায় পড়েছেন বিশ্বকাপের আয়োজকরাও। কারণ বিশ্বকাপের অন্যতম প্রধান স্পনসর একটি বিয়ার প্রস্তুতকারক সংস্থা। এমতাবস্থায় জেমসের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটেছে ফুটবলপ্রেমীদেরও৷