ইন্দোরে শুরু হল ভারত বনাম অস্ট্রেলিয়া (IND Vs Australia) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা । প্রথম দিনের খেলায় ভারতকে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া । আজ, প্রত্যাবর্তনের লক্ষে মাঠে নেমেছে ভারতীয় দল । উইকেট নেওয়ার পাশাপাশি যাতে অস্ট্রেলিয়া (Australia) রান বেশি না নিতে পারে সেই চেষ্টাই করছেন রোহিতরা । অজিদের হাতে লিড ইতিমধ্যেই ৫০ ছাড়িয়ে গিয়েছে । শেষ আপডেট অনুযায়ী, ৬০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৬৪ রান ।
ইনদৌর টেস্টে ১০৯ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় ব্যাটিং দীর্ঘ হল মাত্র লাঞ্চের পরের একঘণ্টা পর্যন্ত। তিন অজি স্পিনার মিলেই গিলে খেয়ে নিল রোহিত শর্মাদের ব্যাটিংকে । ১৬ রানে ৫ উইকেট নিলেন ম্যাথু কুনেম্যান। তিন উইকেট ন্যাথন লায়নের। মার্ফির ঝুলিতে এক উইকেট। ভারতের হয়ে সর্বোচ্চ ২২ বিরাট কোহলির ।
আরও পড়ুন, India Vs Australia : ৩০০ রানে অস্ট্রেলিয়াকে আটকে দিতে চায় ভারত, ভাবনা টিম ম্যানেজমেন্টের
তবে, জাডেজার চার উইকেটে ইন্দোরে দিনের শেষে খানিকটা ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল ভারত । তাতেও অবশ্য হোলকারের মাঠে ভারতকে ছাপিয়ে যায় অস্ট্রেলিয়া ।