ভাইজ্যাগ টেস্টের চতুর্থ দিন । একের পর এক উইকেট পতন ইংল্যান্ডের । অশ্বিনের বলে ধরাশয়ী ইংল্যান্ডের ব্যাটাররা । মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত ইঁল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৯৪ । এখনও ২০৫ রানে এগিয়ে ভারত । রোহিতদের জিততে প্রয়োজন ৪ উইকেট । অশ্বিন ইতিমধ্যেই তিন উইকেট সংগ্রহ করেছেন, বাকি একটা করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, ও অক্ষর প্যাটেল ।
ভারত ৩৯৯ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে । তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের শুরুতেই এক উইকেট হারায় ইংল্যান্ড । কিন্তু, চতুর্থ দিনে খেলতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড । জ্যাক ছাড়া, কেউই সেভাবে ভাল রান পাননি । ১৩২ বলে ৭৩ রান করেন তিনি ।
ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। সেঞ্চুরি পান শুভমান গিল । ভাল খেলেন অক্ষর প্যাটেলও ।