হায়দরাবাদে ২৪৬ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম ইনিংস । ইতিমধ্যেই ব্যাট হাতে ক্রিজে নেমে পড়েছে ভারত । জাদেজা ও অশ্বিনের জোড়া ধাক্কায় প্রথম দিনই চাপে পড়ে গেলেন বেন স্কোকসরা ষ এদিন তিনটি করে উইকেট নেন জাদেজা ও অশ্বিনের । তবে ঘরের মাঠে উইকেট পাননি মহম্মদ সিরাজ । প্রতিবেদনটি লেখা পর্যন্ত, ব্যাট হাতে মাঠে নেমে ভারত ৯ ওভারে ৬১ রান করেছে । ওপেনিংয়ে রয়েছেন রোহিত শর্মা ও যশ্বসী জয়সওয়াল ।
ইংল্যান্ডের স্কোর যখন ১৬০, তখনই ৭ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের । কিন্তু, সেইসময় দলের হাল ধরেন অধিনায়ক বেন স্টোকস । ২০০ পার হয়ে যায় স্কোর । ৭০ রান করেন বেন । ২৪৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড । স্টোকস ছাড়া কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দু'টি করে উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা এবং অক্ষর পটেল। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে ধরাশায়ী হয়ে যান ইংল্যান্ডের ব্যাটাররা ।