রোহিত শর্মার হ্যামস্ট্রিং চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই দল ঘোষণা পিছিয়ে দিল বিসিসিআই, খবর পিটিআই সূত্রে।
চোটের জন্য টেস্ট সিরিজ় খেলতে যেতে পারেননি রোহিত শর্মা। ভারতের নতুন সাদা বলের অধিনায়ক কি ওয়ান ডে সিরিজ় খেলতে সে দেশে যেতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ভারতীয় বোর্ড এখন রোহিতের ফিটনেসের উপরে নজর রাখছে। সে কারণেই ওয়ান ডে দল নির্বাচন কয়েক দিন পিছিয়ে দেওয়া হল। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল রোহিতের। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছে। কিন্তু পুরো ফিট হতে কত দিন সময় লাগবে রোহিতের, তা নিয়েই সংশয়।