মঙ্গলবার বক্সিং ডে-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে ভারত। আজ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ । এর আগে প্রোটিয়াদের বিরুদ্ধে কোনও টেস্টই জিততে পারেনি ভারত । তবে, এবার জয় ছিনিয়ে নিতে মরিয়া রোহিতরা । ওয়ার্ল্ডকাপ ফাইনালে হারের ৩৬ দিন পর ফের দলকে নেতৃত্ব দেবেন রোহিত । বিশ্বকাপে হারের যন্ত্রণা ভুলে নতুন ইতিহাস তৈরি করতে প্রস্তুত ভারত । শুরু হয়ে গিয়েছে. টিম ইন্ডিয়ার অনুশীলন । কিন্তু, খেলার দিন কেমন থাকবে আবহাওয়া ?
জানা গিয়েছে, প্রথম দুই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা নেই । টেস্ট সিরিজ শুরুর আগেই আত্মবিশ্বাস ও মনোবল তুঙ্গে 'মেন ইন ব্লু'র। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ও একদিনের সিরিজ জিতে ছাপ ফেলতে সফল হয়েছে ভারতের তরুণ বাহিনী । এবার রোহিতের পরীক্ষা । তাঁর কথায়, 'দক্ষিণ আফ্রিকার মাটিতে একবারও টেস্ট সিরিজ আমরা জিততে পারিনি। জিতে দেখানোটাই এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। '
টেস্ট সিরিজের প্রথম একাদশ কেমন হবে ভারতের ?
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, প্রসিদ কৃষ্ণ, কেএস ভারত (উইকেটরক্ষক), অভিমন্যু ইশ্বরন (২য় টেস্ট)