ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ ঘিরে অনিশ্চয়তা । টেস্টের প্রথম দিন সেঞ্চুরিয়ানে আদৌ খেলা হবে কি না, তা নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে । আর এই আশঙ্কার কারণ হল বৃষ্টি । বৃষ্টির কারণে সোমবার অনুশীলন করতে পারেনি ভারত । মঙ্গলবারও আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সেঞ্চুরিয়ানে মঙ্গলবারের পাশাপাশি বুধবারও ভালই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানা গিয়েছে, মঙ্গলবার ৯২ শতাংশ বৃষ্টি হতে পারে । আর বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ । বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার থেকে তা ফের বাড়তে শুরু করবেআদৌ । সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ভারত খেলতে পারবে কি না, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে ।
টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই আত্মবিশ্বাস ও মনোবল তুঙ্গে ছিল 'মেন ইন ব্লু'র। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ও একদিনের সিরিজ জিতে ছাপ ফেলতে সফল হয়েছে ভারতের তরুণ বাহিনী । এবার রোহিতের পরীক্ষা । তাঁর কথায়, 'দক্ষিণ আফ্রিকার মাটিতে একবারও টেস্ট সিরিজ আমরা জিততে পারিনি। জিতে দেখানোটাই এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। '