প্রকাশ্যে এল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন রাতের টেস্ট। আগামী ২২ নভেম্বর পারথে হবে দু দলের প্রথম টেস্ট। পাশাপাশি মহিলা দলের ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচিও ঘোষণা করা হয়েছে।
১৯৯১-৯২ মরশুমের পর ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ক্রিকেটপ্রেমীরা এই টেস্ট সিরিজের লড়াই উপভোগ করতে পারবেন। এমনই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলে।
ঘোষিত সূচি অনুযায়ী, পারথে প্রথম টেস্ট ২২ নভেম্বর। ৬ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে দুই দলের দ্বিতীয় টেস্ট। এটি দিন-রাতের টেস্ট সিরিজ। গোলাপি বলে খেলবেন বিরাট-রোহিতরা। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ৩ জানুয়ারি পঞ্চম টেস্ট হবে সিডনিতে।