সোমবার পর্যন্ত এশিয়াডে ভারতের পদক সংখ্যা ছিল ৬০। মঙ্গলবার সকালে প্রথম পদকটি এল পুরুষদের ১০০০ মিটারের ক্যানো ডবলসে। ব্রোঞ্জ জিতল ভারত।
অর্জুন সিং এবং সুনীল সিং সালামের জুটির ব্রোঞ্জ জয় দিয়ে সূচনা হল ক্যানো স্প্রিন্টের এক গৌরবময় অধ্যায়। ১৯৯৪ সাল থেকে এই বিভাগে খেলছে ভারত, পদক জয়, এই প্রথম।
১০০০ মিটারের পুরুষ ক্যানো ডবলসে সোনা এবং রুপো জিতল যথাক্রমে উজবেকিস্তান এবং কাজাকাস্তান।