এশিয়া কাপের (Asia Cup Hockey) নক আউট পর্বে পৌঁছল ভারত (India Hockey Team)। নক আউট পর্বে পৌঁছনোর জন্য ইন্দোনেশিয়াকে (Indonesia) বড় ব্যবধানে হারানোর দরকার ছিল ভারতের। বড় ব্যবধান বলতে পনেরো গোলের ব্যবধান। এক কথায় তা অসম্ভব। কিন্তু অসাধ্য সাধন করে দেখিয়ে দিল ভারতীয় হকি দল। ইন্দোনেশিয়াকে ০-১৬ গোলে হারিয়ে এশিয়া কাপের নকআউটে (India reached at Asia Cup semifinal) চলে গেল ভারত। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল হজম করল। সুনামির মতো ইন্দোনেশিয়ার ডিফেন্সের বাঁধ ভেঙে তাদের গোল বন্যায় ভাসাল ভারতীয় হকি দল।
আরও পড়ুন: কে উঠবে আইপিএল ফাইনালে, রাজস্থান না আরসিবি, নির্ধারিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে
এশিয়া কাপে নিজেদের পুলের প্রথম ম্যাচে ভারত (India) তদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan) দলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ২-৫ গোলে হেরে যাওয়ার ফলে পরের রাউন্ডে তাদের যাওয়া ছিল অনিশ্চিত। এদিন দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ২-৩ গোলে জাপানের কাছে হেরে গেলে ভারতের জন্য আশার আলো দেখা দেয়। বড় ব্যবধানে তারা জিতলেই পরের রাউন্ডে যাবে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের হয়ে ম্যাচে দীপশান তিরকে একাই করেন ৫ গোল।
ইন্দোনেশিয়ার (Indonesia) প্লেয়ারদের দাঁড়াতেই দেননি ভারতীয় হকি প্লেয়াররা। গোটা ম্যাচে মোট ৩৬ বার শট অন টার্গেট ছিল ভারতের। অন্যদিকে মাত্র ১ বার শট অন টার্গেট ছিল ইন্দোনেশিয়ার।