ভারতীয় ক্রীড়ার ইতিহাসে এক গর্বের দিন! প্রথমবার ঐতিহ্যবাহী টমাস কাপ জিতল ভারত। হারাল ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে। টমাস কাপের ৭৩ বছরের ইতিহাসে ভারতের এটাই প্রথম জয়। তিন ম্যাচেই ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার খেল খতম করে দিল ভারত। তৃতীয় ম্যাচে কিদম্বি শ্রীকান্ত জিতলেন ১৫-২১, ২২-২০ পয়েন্ট। শুরুটা করেছিলেন লক্ষ্য সেন। এবারের টুর্নামেন্টে তেমন ছন্দে না থাকলেও ঐতিহাসিক মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দেন। দুর্দান্ত প্রত্যাবর্তনে ভারতকে ফাইনালে এগিয়ে দেন। তারপর অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন সাত্ত্বিক-চিরাগ শেঠি। দ্বিতীয় গেমে ম্যাচ পয়েন্টে পিছিয়ে ছিলেন তাঁরা। সেখান থেকে ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।
তবে, লক্ষ্যর নাছোড় মনোভাবই জয় এনে দিল ভারতকে। খেলার ফল ৮-২১, ২১-১৭, ২১-১৬। ফিরে আসার লড়াই দেখালেন লক্ষ্য। তাঁর জয় চাগিয়ে দিল চিরাগদের।
দ্বিতীয় ম্যাচ ছিল ডাবলসের লড়াই। চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ মুখোমুখি হয়েছিলেন মহম্মদ এহসান এবং সুকামুলিয়োর। প্রথমে পিছিয়ে গেলেও হার মানেননি চিরাগরা। শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। চিরাগের উপস্থিত বুদ্ধি নজর কেড়েছে। শট মারার মাঝেই যে ভাবে র্যাকেট বদলে নেন চিরাগ তা অবাক করে দেয় দর্শকদের। স্তম্ভিত হয়ে পয়েন্ট হারায় ইন্দোনেশিয়াও। দ্বিতীয় ম্যাচে ভারত জেতে ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ফলে।
ব্যাডমিন্টনের এই জয় বিশ্ব ব্যাডমিন্টন মানচিত্রে ভারতের স্থান আরও পোক্ত করে তুলল।