ভারতের মাটিতে সবে শুরু হয়েছে বিশ্বকাপ, এরই মধ্যে চিনে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে ফাইনালে ভারত। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিলেন রুতুরাজ গায়কোয়াড়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৯৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র ৯.২ ওভারেই সেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
চিনের মাঠে ভারত-বাংলাদেশ ম্যাচে টস জেতেন রুতুরাজ। ভারত অধিনায়ক প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। সাই কিশোরই প্রথম উইকেট নেন।