এশীয় হকির ফাইনালে ভারত । শুক্রবার জাপানকে (Japan) ৫-০ গোলে হারালেন হরমনপ্রীতরা । শনিবারই হকিতে (Hockey India) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ (Asian Championship Trophy) । সেখানেই মুখোমুখি হবে ভারত ও মালয়েশিয়া (Malaysia) । সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে ভারতের আগ্রাসী মেজাজ ফাইনালেও দেখার অপেক্ষায় রয়েছেন দেশবাসী থেকে শুরু করে হকিপ্রেমীরা ।
শুক্রবার সেমিফাইনালে জাপানের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজ নিয়েই মাঠে নেমেছিল ভারত । যদিও প্রথমে জাপানের রক্ষণ ভাঙতে বেগ পেতে হয় ভারতীয়দের । কিন্তু, হরমনপ্রীতদের লাগাতার আক্রমণে ২০ মিনিটে ভেঙে পড়ে জাপান ।
আরও পড়ুন, Durand Cup 2023 : ডুরান্ড কাপে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-১ গোলে জিতল মহমেডান স্পোর্টিং
ভারতের হয়ে প্রথম গোল করেন আকাশদীপ । তার ২ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন হরমনপ্রীত । তৃতীয় গোল করেন মনপ্রীত । হাফটাইমের মধ্যে জাপানের বিরুদ্ধে ৩টে গোল করে । কার্যত ভেঙে পড়ে জাপান ।
কিন্তু, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত খেলায় ঢিলেমি দেয়নি ভারত । যার ফলে চতুর্থ গোল আসে ৩৮ মিনিটে । গোল করেন সুমিত । আর ৫১ মিনিটে পঞ্চম গোলটি করেন কার্তি সেলভাম । উল্লেখয, এদিন, ৩০০তম ম্যাচ খেলেন ভারতীয় দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ । খেলা শুরুর আগে তাঁকে সংবর্ধনাও জানানো হয় ।
আজ, শনিবার হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল । মুখোমুখি হচ্ছে ভারত ও মালয়েশিয়া । অন্যদিকে, এদিন খেলা রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যেও । তৃতীয়-চতুর্থ স্থান দখলের ম্যাচে মুখোমুখি হবে তারা । এই ম্যাচ থেকেই জানা যাবে, তৃতীয় ও চতুর্থ স্থানে কোন দল থাকছে ।