একদিকে ব্যাটে দীনেশ কার্তিক (Dinesh Kartik) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দুরন্ত ইনিংস এবং তারপর বলে আবেশ খানের 'ম্যাজিক'! রাজকোটে দক্ষিণ আফ্রিকার (India beat South Africa) বিরুদ্ধে রীতিমতো আধিপত্য রেখে ম্যাচটি জিতে গিয়ে সিরিজ দারুণ জমিয়ে দিল টিম ইন্ডিয়া। এই নিয়ে চলতি সিরিজে ভারত জিতে (India vs South Africa) গেল টানা দুটো ম্যাচ। যার ফলে, রবিবার বেঙ্গালুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের 'ফাইনাল'। আবেশ খানের বিষাক্ত স্পেলের সৌজন্যে জয় যেন আরও সহজ হয়ে যায় ভারতের কাছে। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।
আরও পড়ুন: নূপুর শর্মা 'নিখোঁজ', দিল্লিতে গিয়ে তাঁর হদিশ পেল না মুম্বই পুলিশ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টি ম্যাচে হারার পর বাকি তিনটি ম্যাচ ছিল ভারতের কাছে কার্যত বাঁচা মরার লড়াই। তিনটির মধ্যে আপাতত দু’টিতে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত। শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারিয়ে সিরিজ জেতার আশা জিইয়ে রাখল টিম ইন্ডিয়া।
রবিবার সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। অধিনায়ক হিসাবে ঋষভ পন্থ তাঁর প্রথম সিরিজে জিততে পারেন কি না, সে দিকে তাকিয়ে থাকবে গোটা দেশ। এদিন ভারতের জয় অবশ্য সহজে আসেনি। এনিয়ে টানা চার বার টসে হারলেন পন্থ। ভারতকে ফের প্রথমে ব্যাট করতে হল। তবে প্রথমে ব্যাট করেও যে জেতা যায় সেটা দেখিয়ে দিল তারা। আজকের এই জয়ের পিছনে মূল কারিগর নিঃসন্দেহে দীনেশ কার্তিক। তবে তাঁকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়াও।