সূর্যকুমার যাদবের কাছে 'বেধড়ক মার' খেয়ে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস৷ তৃতীয় টি-২০ ম্যাচে ভারত জেতে ৯১ রানে। ১১২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের ম্যাজিশিয়ান সূর্য৷ এদিনের ম্যাচে হার্দিক, দীপক হুডা সেভাবে খেলতে না পারলেও মারমুখী ছিলেন সূর্য। তাই এই ম্যাচের কৃতিত্ব অধিনায়ক হার্দিক পান্ডিয়া তুলে দেন সূর্যের হাতেই।
জয়ের পর হার্দিক জানান, "আমি যদি বল করতাম সূর্যর ব্যাটিং দেখে চমকে উঠতাম। সূর্যকুমার যাদব প্রতি ইনিংসে তার ব্যাটিং দিয়ে চমকে দেয়। ও সবাইকে বুঝিয়ে দিয়েছে যে, ব্যাটিং করাটা খুবই সহজ।"
রাহুল ত্রিপাঠীরও পিঠ চাপড়ে অধিনায়ক বলেছেন, 'বল যখন সুইং করছিল তখন রাহুল ছিল মারকুটে মেজাজে,বাকিটা তো সূর্যকুমারের নিয়ন্ত্রণে ছিল।’ অক্ষর প্যাটেলকে নিয়ে হার্দিকের বক্তব্য, "ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যে ভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।"
আর অধিনায়ক হিসেবে হার্দিকের একটাই মন্ত্র, "ক্রিকেটারদের পাশে থাকা, এই মুহূর্তে সেরা প্লেয়াররা খেলছেন, এই ফরম্যাটে খুব বেশি ভাবনাচিন্তা করার জায়গা নেই।"