এশিয়ান গেমসে একাদশতম দিনে ইতিহাস গড়ল ভারত । ১৯তম এশিয়ান গেমসে সর্বোচ্চ পদক পেল দেশ । মঙ্গলবার পদকের সংখ্যা ছিল ৬৯ । বুধবার মোট ১২টি মেডেল জিতেছেন দেশের ছেলে,মেয়েরা । দিনের শেষে ভারতের মেডেল সংখ্যা ৮১ । ভারত রয়েছে চতুর্থ স্থানেই ।
মঙ্গলবার ভারতের ঝুলিতে ছিল ১৫টি সোনার মেডেল । এদিন আরও তাতে যুক্ত হয়েছে তিনটে সোনা । ফলে এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে ১৮টি সোনা । এই প্রথম এতগুলি স্বর্ণপদক দেশকে উপহার দিয়েছেন অ্যাথলেটিক্স, শুটার থেকে শুরু করে আরও বিভিন্ন বিভাগের খেলোয়াড়রা । এখনও পর্যন্ত দেশের ঝুলিতে রুপো এসেছে ৩১ টি, আর ব্রোঞ্জ এসেছে ৩২টি ।