বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচ নিয়ে আপাতত ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ। কিন্তু কপালে ভাঁজ পড়েছে নিরাপত্তা বাহিনীর৷ বুধবারের সেমিফাইনালে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে মুম্বই পুলিশকে। তার ভিত্তিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়িয়েছে পুলিশ। কড়া নজরদারি চলছে। স্টেডিয়াম সংলগ্ন এলাকাতেও রয়েছে কড়া নজর। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা রুখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
Vaiphota Sweets: মিষ্টিমুখ ছাড়া কীসের ভাইফোঁটা? রাতভর ময়রা পাড়ায় চলল মিষ্টি তৈরি
ঘটনার সূত্রপাত সোস্যাল মিডিয়ায় আসা একটি হুমকিকে কেন্দ্র করে। সেমিফাইনালের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বই পুলিশকে ট্যাগ করে একটি পোস্ট করে। তাতে বন্দুক, গ্রেনেড ও বুলেটের ছবি ছিল। সঙ্গে লেখা, সেমিফাইনাল অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
বিশ্বকাপ জয়ের থেকে আর মাত্র দু'টি ম্যাচ দূরে টিম ইন্ডিয়া। তার আগে নিরাপত্তায় একটুও গাফিলতি রাখতে নারাজ পুলিশ।