ভারত-পাকিস্তান (India-Pakistan cricket match) ক্রিকেট ম্যাচ! এই ক'টা শব্দেই রক্তচাপ বেড়ে যায় দু'দেশের মানুষের। আর এই টেনশন কাজে লাগিয়ে দু'দেশের কত মেয়েকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করা যেতে পারে, এমনটাই মনে করেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন বিসমা মারুফ (Bismah Maruf)।
সংবাদসংস্থা পিটিআই-কে ডেওয়া সাক্ষাৎকারে বিসমা জানান, ভারত-পাক ক্রিকেটের মঞ্চ দু'দেশের খেলোয়াড়দেরই নিজেদের প্রমাণ করার জায়গা।
মারুফের মতে, এটাই সবচেয়ে বড় প্রতিদ্বন্দিতার জায়গা। কত কোটি মানুষের নজরে চলে আসা যায়। ভবিষ্যতে এই উত্তেজনাটাই মেয়েদের ক্রিকেটকে পেশা হিসেবে নিতে অনুপ্রাণিত করবে।
আগামী ৬ মার্চ ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান।