অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ লিগের খেলা শেষ। USAকে হারিয়ে সুপার সিক্সে টিম ইন্ডিয়া। এ, বি, সি ও ডি, চারটি গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে সুপার সিক্সে উঠল ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।
সুপার সিক্স রাউন্ডে ৬টি করে দলকে নিয়ে ২টি আলাদা গ্রুপ তৈরি করা হয়েছে। এ-গ্রুপের ৩টি ও ডি-গ্রুপের ৩টি দলকে নিয়ে সুপার সিক্স রাউন্ডের গ্রুপ-১ তৈরি করা হয়েছে। এই গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
Munawar Faruqui: বিগ বসে জয়ীর নাম ঘোষণা, জন্মদিনেই সেরা উপহার মুনাওয়ার ফারুকির
রবিবার আমেরিকার বিরুদ্ধে তারা জিতল ২০১ রানে। প্রথমে ব্যাট করে ৩২৬ রান তুলেছিল ভারত। জবাবে আমেরিকার ইনিংস থেমে যায় ১২৫ রানে।