বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2022-এ (World Athletics Championships) সর্বকালের সেরা পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। এই প্রতিযোগিতায় অতীতে কখনও এত ভালো পারফরম্যান্স দেখায়নি ভারতীয়।
এবারই প্রথম এই বিশ্ব ইভেন্টের ফাইনালে পৌঁছেছিলেন ৫ ভারতীয় প্রতিযোগী। এর আগে ২০১৫ এবং ২০১৯ সালে ভারতের তিন জন করে প্রতিযোগী এই প্রতিযোগিতায় ফাইনালে উঠেছিলেন। এক্ষেত্রে অবশ্যই নীরজ চোপড়ার কথা উল্লেখ করতে হয়। তিনি এবার জ্যাভলিন থ্রো-র ইভেন্টে রুপো জিতেছেন। নীরজের পাশাপাশি, প্রথমবার ভারতের রোহিত যাদব পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে দশম স্থান লাভ করেন। আন্নু রানীও মহিলাদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছে সপ্তম স্থান অধিকার করেন।
Partha Chatterjee:এয়ার অ্য়াম্বুলেন্সে চাপিয়ে পার্থকে ভুবনেশ্বর নিয়ে গেল ইডি
এলধোস পল প্রথম ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রিপল জাম্প ইভেন্টের ফাইনালে ওঠেন। ফাইনালে তিনি নবম স্থান লাভ করেন। পুরুষদের লং জাম্প ইভেন্টে মুরালি শ্রীশঙ্কর সপ্তম স্থান এবং অবিনাশ সাবলে পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেসে ১১ তম স্থানে ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে চোপড়ার রুপো জয়ের আগে ভারত কখনও এই ইভেন্টে রুপো জেতেনি। ২০০৩ সালে প্যারিসে এই প্রতিযোগিতায় অঞ্জু ববি জর্জ ব্রোঞ্জ জিতেছিলেন। সেটাই ছিল এই প্রতিযোগিতায় তখনও পর্যন্ত ভারতের জেতা একমাত্র পদক।